ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রধানমন্ত্রীকে পেটানোর কথা বলিনি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
প্রধানমন্ত্রীকে পেটানোর কথা বলিনি: মমতা

ঢাকা: আমি কি প্রধানমন্ত্রীকে পেটাব!-এমন মন্তব্য করে ফের সমালোচনার মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু মন্তব্যের একদিন পরেই তা অস্বীকার করেছেন তিনি।



গণমাধ্যমের ওপর তথ্য বিকৃতির দোষ চাপিয়ে মঙ্গলবার তিনি বলেছেন, “আমি শুধু বলেছি, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি  নিয়ে আমি প্রধানমন্ত্রীর (মনমোহন সিং) সঙ্গে বেশ কয়েকবার দেখা করতে গিয়েছিলাম। আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সঙ্গে শুধু দেখা এবং আলোচনা করতে পারি। আমি তাকে মারতে পারিনা। ”

সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “আমি কখনও বলিনি তাকে পেটাব। আমি কি বলেছি যাছাই করুন। প্রকৃত বিষয় বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করবেন না। ”

সোমবার সারের দাম বাড়ানোর প্রতিবাদে এক র‌্যালিতে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কমপক্ষে ১০ বার সাক্ষাৎ করেছি। আমি আর কি করতে পারি? তাকে কি আমি পেটাব? তখন আমাকে লোকে ‘গুণ্ডা’ বলবে। তারাতো (কেন্দ্রীয় সরকার) আমাকে গুণ্ডাই বলে। তবে আমি কোনো ভয় করিনা। জনগণের স্বার্থে যা করতে হয় আমি তাই করব। ”

মমতার এ মন্তব্যের পরেই কেন্দ্র থেকে তাকে ক্ষমা চাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এর প্রেক্ষিতেই মমতা বললেন, তিনি প্রধানমন্ত্রীকে পেটাতে চান নি।

নগর উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সি বলেন, “একজন মুখমন্ত্রীর কাজ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এমন ধরনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা তাৎক্ষণিক ক্ষমা চাওয়ার দাবি করছি। আমরা দেশব্যাপী প্রতিবাদ জানাব। ”

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।