ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে রেল ভাড়া বাড়ল

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
ভারতে রেল ভাড়া বাড়ল

কলকাতা : প্রবল সমালোচনার মুখে ভারতে রেল ভাড়া বৃদ্ধি পেল। কেননা কেন্দ্রীয় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব ও মমতা বন্দোপাধ্যায়ের জমানায় ভাড়া বৃদ্ধি তো দূরের কথা বরং কমানো হয়েছিল।



শুধু তাই নয়- তারা সবাইকে চমকে দিয়ে বয়স্ক ও প্রতিবন্ধীদের রেলে আরাহনের জন্য ভাড়া মওকুব করেছিলেন। সেখানে রেলে এবার ভাড়া বাড়িয়ে কড়া সমালোচনার মুখে পড়লেন রেলমন্ত্রী পবন বনসল।  

প্রায় এক দশক বাদে বর্ধিত রেলভাড়া কার্যকর করা হল। গত ৯ জানুয়ারি সব শ্রেণিতেই ভাড়া বৃদ্ধির ঘোষণা করেন পবন বনসল। হাজার কিলোমিটার যাত্রা করলে স্লিপার ক্লাসে ৬০ টাকা ও এসি থ্রি টিয়ারে ১০০ টাকা বাড়তি দিতে হবে যাত্রীদের।

রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী- শহরতলির লোকাল ট্রেনে দু’ পয়সা প্রতি কিলোমিটার ভাড়া বাড়ল। শহরে লোকাল ট্রেনে ৩ পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল।

এসি-থ্রি টিয়ারে ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১০ পয়সা। এসি-টু টিয়ারে ৬ পয়সা প্রতি কিলোমিটার। এসি চেয়ার কারে ১০ পয়সা প্রতি কিলোমিটার এবং স্লিপারে প্রতি কিলোমিটারে ৬ পয়সা ভাড়া বাড়ল।

মঙ্গলবার থেকেই যাত্রীদের লোকাল ট্রেনে উঠলে ৪ টাকার বদলে ৫ টাকা দিতে হচ্ছে। রেলের সব শ্রেণিতেই যাত্রীভাড়া প্রায় ২০ শতাংশ বেড়েছে।   রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের এসি-থ্রি টিয়ারের জন্য মঙ্গলবার থেকে অতিরিক্ত ২১০ টাকা দিতে হচ্ছে।

এসি-টু টিয়ারের জন্য অতিরিক্ত ১৬৮ টাকা এবং এসি-ফাস্ট ক্লাসের জন্য আগের চেয়ে ২৪৭ টাকা বেশি দিতে হবে যাত্রীদের।

একইভাবে বর্ধিত ভাড়া অনুযায়ী শিয়ালদহ-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেসের এসি-থ্রি টিয়ারের জন্য টিকিট প্রতি আগের চেয়ে ১৪৯ টাকা বেশি দিতে হবে যাত্রীদের। এসি-টু টিয়ারের জন্য ৯১ টাকা এবং এসি ফাস্ট ক্লাসের জন্য আগের চেয়ে ১৪৮ টাকা বেশি দিতে হচ্ছে।

বাংলাদেশ সময় : ২২০৭ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১২
বাপ্পী/সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।