ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে

আগরতলা (ত্রিপুরা): সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় শনিবার উদযাপিত হচ্ছে ৬৪ তম প্রজাতন্ত্র দিবস।

শনিবার সকালে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আসাম রাইফেলস ময়দানে।

সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সেখানে নিরাপত্তা বাহিনীর সালাম গ্রহণ করেন।

প্রতিবছর  প্রজাতন্ত্র দিবসে আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। এবার রাজ্যপাল অসুস্থ থাকায় মুখ্যমন্ত্রীই পতাকা উত্তোলন করেন।

এ উপলক্ষে রাজ্যের সরকারি অফিস, স্কুল ও কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সঙ্গে সঙ্গে বসত বাড়িতেও উড়তে দেখা যায় জাতীয় পতাকা।

সকাল ছয়টায় মাল্যদান করা হয় গান্ধীঘাটের শহীদ বেদীতে।

আসাম রাইফেলস ময়দানে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বক্তব্যে, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাবাইকে এগিয়ে আসার কথা বলেন তিনি।

এছাড়া দেশের মূল সমস্যা হিসেবে অশিক্ষা এবং দারিদ্র এবং বেকারত্বকে চিহ্নিত করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ভাষণের পর আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় দু’হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এ অনুষ্ঠানে।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার জাতীয় ছুটি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।