ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
ত্রিপুরায় ২ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরায় দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজনৈতিক অঙ্গন।

যে দুজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাদের  মধ্যে এক জন রাজ্যের বিধানসভা নির্বাচনের রিটার্নিং অফিসার এবং অন্যজন মহকুমা পুলিশ কর্মকর্তা।

ঘটনাস্থল ত্রিপুরার একটি প্রত্যন্ত এলাকা- গণ্ডাছড়া। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, গণ্ডাছড়ার কিছু মহিলা এবং পুরুষ সিপিএমের নির্বাচনী জনসভায় এসেছিলেন। তারা একটি বাসে করে ফিরছিলেন এলাকায়। রাস্তায় ঐ দুই কর্মকর্তা তল্লাশির নামে পার্টি সমর্থকদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে সিপিএম নির্বাচন কমিশনে নালিশ করেছে।

এদিকে, গণ্ডাছড়ার ঘটনায় প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজ্য নির্বাচন দফতর এই ঘটনার তদন্তে ধলাইয়ের জেলাশাসক অভিষেক সিংহকে নির্দেশ দিয়েছে।

আগরতলায় রাজ্য নির্বাচন দফতরের এক মুখপাত্র বাংলানিউজকে জানিয়েছেন, বিষয়টি দিল্লিতে নির্বাচন সদনেও জানানো হয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে ঘটনার দ্রুত তদন্ত করে রিপোর্ট চেয়েছে কমিশন। ত্রিপুরায় নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার মুখেই এই ধরণের ঘটনায় অস্বস্তিতে রয়েছে প্রশাসন।

গণ্ডাছড়া এলাকাটি জঙ্গীপ্রবণ এলাকা। ফলে নিরাপত্তার কড়াকড়ি এখানে একটু বেশি থাকে। তার ওপর এ ধরণের ঘটনা বিব্রত করে তুলেছে প্রশাসনকে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
তন্ময়/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।