ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় কূটনীতিক হেনস্থায় চক্রান্ত

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
ভারতীয় কূটনীতিক হেনস্থায় চক্রান্ত

কলকাতা: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় নারী কূটনীতিককে গ্রেফতার করে প্রকাশ্যে হাতকড়া পরানো, বিবস্ত্র করে তল্লাশি এবং মাদকসেবীদের সঙ্গে একই হাজতখানায় রাখার ঘটনাটিকে একটি চক্রান্ত বলে মন্তব্য করেছে ভারত সরকার।

এ বিষয়টি জাতিসংঘকে জানানো হবে বলেও জানিয়েছে ভারত।



এদিকে, বুধবার রাজ্যসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ জানান, দেবযানী খোবরাগাড়েকে ভারতে ফিরিয়ে আনা হবে। এ ঘটনার পেছনে বেশকিছু চক্রান্ত রয়েছে। সরকার এ বিষয়ে নজর রেখেছে।

খুরশিদ সংসদে দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতীয় কূটনীতিবিদ দেবযানী খোবরাগাড়েকে বিনাশর্তে নির্দোষ ঘোষণা করে সমস্ত মামলা থেকে মুক্তি দিতে হবে।

এদিকে, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে থাকা সব বৈদেশিক কূটনীতিকদের প্রাপ্য সুরক্ষা দেওয়া হবে। এছাড়া ভিয়েনা কনভেনশনের নীতিমালা ভারত সম্পূর্ণভাবে পালন করবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।