ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কিশোরীর গলায় ছুরি চালাল ব্যর্থ প্রেমিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
কিশোরীর গলায় ছুরি চালাল ব্যর্থ প্রেমিক

কলকাতা: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীর গলায় ছুরি চালাল এক যুবক। বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার শ্যামনগরে টিউশন পড়ে ফিরছিল শাওলী বিশ্বাস।



সেই সময় এলাকারই যুবক শিশির বিশ্বাস হঠাত্‍ ধারালো অস্ত্র নিয়ে হামলা করে ওই কিশোরীর ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিএনবসু হাসাপাতালে ভর্তি ওই যুবক।

প্রতিদিনের মতো বুধবারও সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরছিল শ্যামনগরের বাসিন্দা শাওলি বিশ্বাস। সেই সময় স্থানীয় যুবক শিশির বিশ্বাস ওই কিশোরীর পথ আটকায়।

কিশোরী চলে যেতে চাইলে হঠাত্‍ই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে তাঁর ওপর হামলা করে শিশির বিশ্বাস। শাওলির গলায়, হাতে এলোপাথারি ছুরি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এরপরই স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন শিশির বিশ্বাসকে। শুরু হয় মারধর। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় শিশির বিশ্বাসকে বারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিগত কয়েকদিন ধরেই ওই কিশোরীকে উত্যক্ত করছিল শিশির বিশ্বাস। ওই কিশোরী পাত্তা না দেওয়াতেই বুধবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।