ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিবাসী আম আদমিকে সিংহাসনে চাইছেন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
দিল্লিবাসী আম আদমিকে সিংহাসনে চাইছেন

ঢাকা: আসলে কী হবে দিল্লির ভবিষ্যত? সবার মনে ঘুরে ফিরে আসছে ‘আপ`-এর সরকার নাকি পুনর্নির্বাচন? এখনও পর্যন্ত সামনে আসা একাধিক সমীক্ষার ফল বলছে, আম আদমি পার্টিরই সরকার দেখতে চাইছেন অধিকাংশ দিল্লিবাসী।

তবে তা হয় কিনা, সেই জবাব পাওয়া যাবে সোমবার (২২ ডিসেম্বর)।

ওইদিন বৈঠকের পর সরকার গঠন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন কেজরিওয়ালরা।

ভোটের ফল বেরোনোর প্রায় দু সপ্তাহ কেটে গেলেও দিল্লিতে এখনও সরকার গড়া গেল না। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি জিতেছে ২৮টি আসন।

৮টি আসন পাওয়া কংগ্রেস আপকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। তবে কেজরিওয়ালরা সিদ্ধান্ত নেওয়ার ভার চাপিয়েছেন দিল্লিবাসীর কাঁধে। চলছে জনমত সমীক্ষা। আপ নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় সাড়ে ৩ লক্ষ এসএমএস এসেছে।

তবে এক্ষেত্রে বড় প্রশ্ন, এসএমএসে মতামত জেনে সরকার গঠনের বৈধতা আছে কী? যাঁরা এসএমএস পাঠাচ্ছেন তাঁরা কি সকলে দিল্লির বাসিন্দা?

তাঁরা আদৌ ভোটার কিনা, তার নিশ্চয়তাই বা কী?

এই বিতর্কে অবশ্য জড়াতে নারাজ আম আদমি পার্টি।

আগামী কয়েকদিনেই দলের সিদ্ধান্ত, সেইসঙ্গে দিল্লির ভবিষ্যত ঠিক হয়ে যাবে। জানিয়েছে "আপ`।

আম আদমি পার্টির সিদ্ধান্ত নিতে দেরি হওয়া নিয়ে ক্ষোভ জমছে কংগ্রেস শিবিরে।

সমীক্ষার ফল, জনমতের চাপ। পর্যবেক্ষক মহলের মত, দিল্লিতে আম আদমি পার্টির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।