ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডি-লিট ডিগ্রি পাচ্ছেন সৌরভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
ডি-লিট ডিগ্রি পাচ্ছেন সৌরভ সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: খ্যাতিমান বাঙালি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে সাম্মানিক ডি.লিট ডিগ্রি দিচ্ছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্স ইউনিভার্সিটি।



আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে। কোনো ক্রীড়া ব্যক্তিত্বকে এই প্রথম ডি.লিট ডিগ্রি দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অজয় রায় মঙ্গলবার জানান, ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যে সম্মতি দিয়েছেন সৌরভ। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সস’র অধিকর্তা পি বলরামকেও একই দিন ডি.লিট দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এম কে নারায়ণন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডি.লিট সম্মান প্রদানের প্রস্তাবে আনন্দ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়:  ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।