ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফেসবুকে `আনফ্রেন্ড,’ কিশোরীর মুখে ফুটন্ত পানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৪
ফেসবুকে `আনফ্রেন্ড,’ কিশোরীর মুখে ফুটন্ত পানি ছবি: প্রতীকী

কলকাতা: মেয়েটার `অপরাধ` সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সে আর বন্ধুত্ব রাখতে চায়নি ছেলেটির সঙ্গে। `শাস্তি` স্বরূপ মেয়েটির গায়ে ফুটন্ত জল ঢেলে দিল ছেলেটি।

সবাইকে বিস্মিত করে এমন মর্মান্তিক ঘটনাই ঘটল বিহারে।

সংবাদ মাধ্যমের খবর ক্লাস এইটের কিশোরী ফেসবুকে `আনফ্রেন্ড` করে দিয়েছিল ক্লাস নাইনের যুধিষ্ঠির যাদবকে। আর তাতেই রাগের বসে ওই কিশোরীর মুখে ফুটন্ত পানি ঢেলে দিল যুধিষ্ঠির।

বিহারের কাজিমহম্মদপুর পুলিশ স্টেশনের গান্নিপুর মহল্লায় এ ঘটনাটি ঘটেছে।
 
মেয়েটির ডানদিকের গাল সাঙ্ঘাতিকভাবে পুরে গেছে। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর মেয়েটি বর্তমানে বিপদমুক্ত। তার অবস্থা স্থিতিশীল।

মেয়েটির গায়ে ফুটন্ত পানি ঢেলে দিয়েই পালায় যুধিষ্ঠির। এখনও তার খোঁজ পায়নি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, যুধিষ্ঠির ওই  কিশোরীর বাবার কাছে পড়তে যেত। সেখানেই দু`জনের আলাপ ও বন্ধুত্বের সূত্রপাত। এরপর ফেসবুকেও পরস্পপরস্পরের সঙ্গে যোগাযোগ করা শুরু করে।

পরে মেয়েটি কোনও কারণে এই বন্ধুত্ব থেকে বেরিয়ে আসতে চায়। ফেসবুকে যুধিষ্ঠিরকে `আনফ্রেন্ড` করে।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছেলেটি বুধবার সন্ধ্যায় মেয়েটির বাড়ি যায়। সেখানেই মেয়েটির মুখে ফুটন্ত পানি ঢেলে পালিয়ে যায় সে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।