ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভেন্টিলেশনে সুচিত্রা সেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৪
ভেন্টিলেশনে সুচিত্রা সেন সুচিত্রা সেন

কলকাতা: রক্তে অক্সিজেনের পরিমাণ হঠাৎ নেমে যাওয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেত্রী সুচিত্রা সেনকে ভেন্টিলেশনে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা) রাখা হয়েছে বলে জানিয়েছে কলকাতার বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল থেকে অবস্থার অবনতি হতে শুরু করায় বর্তমানে হাসপাতালে তার জন্য চিকিৎসকদের একটি বিশেষ টিম তৈরি রাখা হয়েছে।



চিকিৎসকরা জানিয়েছেন, সুচিত্রা সেন স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছেন না। তার হৃদস্পন্দনও যথেষ্ট নিয়ন্ত্রণহীন বলে জানান তারা।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর থকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি আছেন মহানায়িকা সুচিত্রা সেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।