ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তা নিয়ে মমতাকে দায়ী করলেন বুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
তিস্তা নিয়ে মমতাকে দায়ী করলেন বুদ্ধ

কলকাতা: বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি এবং ছিটমহল বিনিময় কার্যকর না হওয়ায় সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

শনিবার সিপিএম এর মুখপত্র ‘গণশক্তি’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ অভিযোগ করেন দলের পলিটব্যুরোর এ সদস্য।



সাবেক মুখ্যমন্ত্রীর এ বক্তব্যে ইতোমধ্যেই যথেষ্ট আলোচনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাকিস্তান সফরের আমন্ত্রণ গ্রহণ করাকে কটাক্ষ করেন তিনি।

এ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির গোপন আঁতাত তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য।

নরেন্দ্র মোদীকে দৈত্যের সঙ্গে তুলনা করে তিনি বলেন, জনগণকে লক্ষ্য রাখতে হবে কোনো প্রতিক্রিয়াশীল শক্তি যেন পশ্চিমবঙ্গের মাটিতে মাথাচাড়া দিয়ে না ওঠে।

বক্তব্যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কংগ্রেসকেও একহাত নেন প্রবীণ এ নেতা।

বাংলাদেশ সময়:  ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর,সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।