ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গোয়ায় বাড়ি ভেঙে মৃত্যু ৪

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪

নয়াদিল্লি: দক্ষিণ গোয়ায় কনাকোনায় ছ`তলা বাড়ি ভেঙে ৪ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ৫০-৭০ জন শ্রমিক তখন কাজ করছিল বহুতলটিতে।



তখনই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অন্তত ৪০ জন মজদুর ধ্বংসস্তূপের মধ্যে আটকে রছেছেন।

পুলিশ সুপার জানিয়েছেন, শনিবার বেলা ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। শুরু হয়েছে উদ্বার কাজ। মৃত্যে সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।