ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টিলার মাটি চাপা পড়ে মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
টিলার মাটি চাপা পড়ে মৃত্যু

আগরতলা (ত্রিপুরা) : মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ঘটনা রোববার রাতের।

আগরতলা শহর থেকে ১৩৭ কিলোমিটার দূরে ধলাই জেলার আমবাস মহকুমা। সেখানকার বিবেকানন্দ নগরের বাসিন্দা নির্মল চক্রবর্তী। বয়স ২১।

মঙ্গলবার পৌষ সংক্রান্তি। তার জন্য ঘর বাড়ি নিকানো প্রয়োজন। আর ঘর নিকতে লাগে মাটি। নির্মল চক্রবর্তী সেই মাটি সংগ্রহের জন্য রোববার বিকালে যান পাশের টিলায়।

কিন্তু হঠাৎ উপরের মাটি ভেঙ্গে পড়ে তার উপর। ভেঙে পড়া মাটির নিচে চাপা পড়ে যান নির্মল চক্রবর্তী। বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত তার কোন খোঁজ খবর না মেলায় শুরু হয় তল্লাশি। রাতে মাটির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।