ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেজরিওয়ালের জনতা দরবার স্থগিত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
কেজরিওয়ালের জনতা দরবার স্থগিত অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: সপ্তাহে একবার জনতা দরবারের পরিকল্পনা আপাতত শিকেয় তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জনতার সঙ্গে সরাসরি দেখা করতে এখনও তিনি সমান আগ্রহী বলে সূত্র জানিয়েছেন।



এবার থেকে দিল্লির আম আদমিরা অনলাইনে তাঁদের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জানাতে পারবেন। আপ প্রধান জানিয়েছেন ``আমরা একটি কল সেন্টার তৈরি করব। চিঠি লিখেও সাধারণ মানুষ তাঁদের অভিযোগ দায়ের করতে পারবেন। ``

গত শনিবার অরবিন্দ কেজরিওয়ালের ``জনতা দরবার`` ব্যাপক হই-হট্টগোলের মাঝে ভেস্তে যায়। আশাতীত সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জানাতে উপস্থিত হয়েছিলেন `জনতা দরবার`-এ।

জন সমাগমের চাপে কোনো রকমে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীদের কোনও রকমে সরিয়ে নেওয়া হয়। খবর- এবার থেকে মন্ত্রীদের ছাড়াই সপ্তাহে একদিন জনতার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তবে এবার অনেক সংক্ষিপ্ত স্তরে আয়োজিত হবে বিষয়টি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।