ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বালিগঞ্জ সার্কুলার রোড হল- সুচিত্রা সেন স্মরণি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
বালিগঞ্জ সার্কুলার রোড হল- সুচিত্রা সেন স্মরণি

কলকাতা: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের নামে রাস্তার নামকরণ করা হচ্ছে।

মহানায়িকার প্রয়াণের এক দিন পর পশ্চিমবঙ্গ সরকার সুচিত্রা সেনের বাড়ির সামনের বালিগঞ্জ সার্কুলার রোডকে সুচিত্রা সেন স্মরণি নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।



এছাড়া সুচিত্রা সেনের প্রতি সম্মান জানাতে তাঁর বাড়ির অদূরে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জ ফাঁড়ির নামকরণ করা হবে সুচিত্রা স্কয়ার।

কেওড়াতলা মহাশ্মশানের যে স্থানে মহানায়িকার শেষকৃত্য হয়েছে সেখানে একটি স্মৃতিস্তম্ভ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিগগিরই একাজ শেষ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়:  ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।