ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রীদের সঙ্গে মনমোহনের বৈঠক সোমবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪

আগরতলা (ত্রিপুরা): উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সোমবার দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।



বৈঠকে যোগ দিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার রোববার দিল্লি যাচ্ছেন। রেল, সড়ক, বিদ্যুৎ, বিমান বন্দর, টেলি কমিউনিকেশন বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। দিল্লি সফর শেষ করে মানিক সরকার ২৩ জানুয়ারি রাজ্যে ফিরবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অবিলম্বে লামডিং থেকে সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেললাইনের কাজ শেষ করা, আগরতলা বিমান বন্দরের উন্নতি সাধন, টেলি পরিসেবা নিয়ে কথা বলবেন।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।