ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিঠুন চক্রবর্তী তৃণমূলের প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
মিঠুন চক্রবর্তী তৃণমূলের প্রার্থী

ঢাকা: রাজ্যসভার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এঁরা হলেন- অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, দৈনিক কলম সংবাদপত্রের সম্পাদক আহমেদ হাসান এবং কেডি সিং।



এঁদের মধ্যে মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় সাংসদ করার বিষয়টি মুখ্যমন্ত্রী ফেসবুকে ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন ``এ বছর আমাদের রাজ্য থেকে পাঁচজনকে রাজ্য সভার সদস্য হিসাবে নির্বাচিত করা হবে। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার মধ্যে একটি আসন দেওয়া হবে মিঠুন চক্রবর্তীকে।

চক্রবর্তী একজন প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী। এছাড়া বিবিধ সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সাফল্যের সঙ্গে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। ``

বাংলাদেশ সময়: ১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।