ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেহের তারার জানালেন ষড়যন্ত্রের শিকার তিনি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
মেহের তারার জানালেন ষড়যন্ত্রের শিকার তিনি

নয়াদিল্লি: স্ত্রী সুনন্দার অন্ত্যেষ্টির ২৪ ঘণ্টার মধ্যেই রোববার সাব মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নথিভুক্ত করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুর৷

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডেকে লেখা চিঠিতে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন  তিনি৷ জানিয়েছেন, সংবাদমাধ্যমে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও যেভাবে ময়নাতদন্ত চলছে তাতে তিনি ‘মর্মাহত`৷

এর মাঝেই পাকিস্থান সাংবাদিক মেহের তারার সাফ জানিয়েছেন, তিনি ‘ষড়যন্ত্রে`র শিকার৷ সুনন্দা-শশীর দাম্পত্য কলহে তাঁর কোনও ভূমিকা নেই৷

ম্যাজিস্ট্রেট অলক শর্মার  দফতরে গিয়ে রোববার প্রায় আধ ঘণ্টা জবানবন্দি দেন থারুর৷ সুনন্দার মৃত্যুর আগে ঠিক কী  ঘটেছিল, সেই ঘটনাক্রমই সম্ভবত ম্যাজিস্ট্রেটকে জানান থারুর৷ তবে এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি৷

এর আগে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডেকে চিঠি দিয়েছিলেন থারুর৷ তিনি লিখেছেন, "আমি ঘটনার তদন্তে সব রকম সহযোগিতা করতে রাজি৷ সত্য উদ্ঘাটন করতে আপনাকে অনুরোধ জানাচ্ছি৷"

অবশ্য সুনন্দার মৃত্যু নিয়ে ধোঁয়াশা অব্যাহত৷ মৃত্যুর আগে সুনন্দা ও থারুরের মধ্যে প্রবল মনোমালিন্য হয়েছিল।

রোববার একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে মেহের তারার বলেছেন, "আমি শুধু নিজের প্রবন্ধে থারুরের প্রশংসা করেছিলাম৷ এটাই হয়তো সুনন্দা পছন্দ করেননি৷ অন্য কোনও মহিলা তাঁর স্বামীর প্রশংসা করুক, সুনন্দা হয়তো তা চাননি৷

টুইটারে থারুরের সঙ্গে আমার যোগাযোগ থাকলেও সুনন্দা যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন৷" সাক্ষাত্কারে  সুনন্দার বিরু‌দ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মেহের৷ বলেছেন, "গত মে-জুন মাস থেকেই ওঁদের সমস্যা শুরু হয়৷ তখন আমার সঙ্গে থারুরের পরিচয়ও হয়নি৷ ভারতীয় সংবাদমাধ্যমে অযথাই আমার প্রেমের গল্প প্রচারিত হচ্ছে।



বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।