ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার নামে কুত্সা থানায় এফআইআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
মমতার নামে কুত্সা থানায় এফআইআর মমতা

কলকাতা: সারদা কাণ্ড নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতাদের নামে সিপিআইএম কুত্সা রটাচ্ছে এই অভিযোগে শ্যামপুকুর থানায় এফআইআর দায়ের করল তৃণমূল। সিপিআইএমের কলকাতা জেলা সম্পাদক রঘুনাথ কুশারীর নামে অভিযোগ জানিয়েছে তৃণমূল যুব কংগ্রেস।



অভিযোগ উত্তর কলকাতায় বেশ কয়েকটি জায়গায় সারদাকাণ্ড নিয়ে পোস্টার দিয়েছে কলকাতা জেলা সিপিআইএম।  

তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক সৌরভ চক্রবর্তীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতাদের নামে কুত্সা করছে সিপিআইএম।

সিপিআইএম নেতা মানব মুখার্জির বক্তব্য, একটি খবরের কাগজকে উদ্ধৃত করেই এই পোস্টার ছাপানো হয়েছে। প্রয়োজনে সেইসব প্রমাণ আদালতে জমা দেবেন তারা।

সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন সোমেন মিত্র। উত্তর কলকাতা কেন্দ্রে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বলেও খবর। ভোট ময়দানে ফায়দা তুলতেই বেছে বেছে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় এই পোস্টার দিয়েছে সিপিআইএম। এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বের।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।