ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদির পর ত্রিপুরা সফরে আসছেন মমতা ব্যানার্জি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৪

আগরতলা (ত্রিপুরা) : মোদির পর ত্রিপুরা সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রধানের আসার খবর জানিয়েছেন দলের রাজ্য চেয়ারম্যান রতন চক্রবর্তী।



লোকসভা ভোটের তফসিল এখনো ঘোষণা হয়নি। কিন্তু দেশজুড়ে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি।

উত্তরপূর্বাঞ্চলে এখনো ভোট প্রচারে আসেননি তিনি। তার এ অঞ্চলে সফর শুরু হচ্ছে ত্রিপুরা দিয়ে। আগামী ২২ ফেব্রুয়ারি ত্রিপুরার রাজধানী আগরতলায় সমাবেশ করবেন মোদি।

মোদির সমাবেশের দিন কয়েক পরেই রাজ্য সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তবে এখনো চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যনেতা রতন চক্রবর্তী।

তিনি বলেন, দলের সর্বভারতীয় নেতা মুকুল রায় জানিয়েছেন মমতা ব্যানার্জি এ মাসেই ত্রিপুরা আসছেন।

রতন চক্রবর্তী জানিয়েছেন, মমতা ব্যানার্জির সভাকে সফল করে তুলতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে কলকাতা থেকে। তার আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রচার অভিযানেরও নির্দেশ দেয়া হয়েছে।

দলীয় স‍ূত্রের খবর, মমতা ব্যানার্জির সফরকে ঘিরে এ সপ্তাহ থেকে প্রচারে নামতে চলেছে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস।

২০১৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের এক ঝাঁক নেতা দল ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তারপর থেকেই এই নেতাদের দেখাদেখি আরও অনেক কংগ্রেস নেতাকর্মী যোগ দেন তৃণমূলে।

কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া এখন ত্রিপুরায় প্রায় প্রতিদিনের ঘটনা। গত এক বছরে তৃণমূল কংগ্রেস রাজ্যে ভাল সদস্য এবং কর্মী সংগ্রহ করেছে।

তাদের ভিত দিন দিন মজবুত হচ্ছে। সাংগঠনিক এই শক্তিতে ভর দিয়ে তৃণমূল কংগ্রেস এখন রাজ্যে লোকসভায় আসন জয়ের স্বপ্ন দেখছে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের পর এ রাজ্যে প্রচারে আসেননি মমতা ব্যানার্জি। এবার তিনি রাজ্য সফরে এলে দলের কর্মীদের মনোবল যেমন বাড়বে তেমনি দলের সাংগঠনিক শক্তিও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।