ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সঙ্কটের মুখে কেজরিওয়াল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
সঙ্কটের মুখে কেজরিওয়াল

নয়াদিল্লি: নিজের দেওয়া প্রতিশ্রূতির জালে জড়িয়ে পড়লেন আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷কেজরিওয়ালকে চাপে ফেলে দিল্লিতে আপ সরকার ভাঙার ডাক দিলেন আম আদমি পার্টির বহিষ্কৃত বিধায়ক বিনোদ কুমার বিন্নি্৷

বিনোদ কুমার জেডিইউ, অকালি দল ও নির্দল বিধায়কদের সঙ্গে নিয়ে কেজরির সরকার ফেলার হুমকি দিয়েছেন৷ ইতোমধ্যেই তিনি জেডিইউ’র এমপি শোয়েব ইকবাল ও নির্দলীয় এমপি রামবীর শোকিনের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে নির্বাচনী প্রতিশ্রূতি পূরণের জন্য আপ প্রধানকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে জেডিইউ৷ এরমধ্যে মানুষের জন্য কাজ না করলে সমর্থন প্রত্যাহার করার হুমকি দিয়েছে অকালি দলও৷ নিজের দলের অন্দরেই কেজরিওয়াল যেভাবে তাঁর নেতৃত্ব ও প্রতিশ্রূতির বহর নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তাতে দিল্লিতে আপের ভবিষ্যত্‍ সঙ্কটজনক বলেই মনে করছেন রাজনীতিকরা৷

অরবিন্দের উপর থেকে আস্থা  হারাতে শুরু করেছেন দিল্লির সাধারণ মানুষও৷ দিল্লিতে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩৬টি আসন দরকার আপের৷ আম আদমি পার্টির ২৭ জন এমপি, জোট দল কংগ্রেসের আট জন ও জেডিইউ’র দুই এমপি ছাড়াও একজন নির্দল বিধায়ককে নিয়ে দিল্লিতে সরকার গঠন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷

কিন্তু বিনোদ কুমারের পর আরও পাঁচ এমপি আপের উপর থেকে সমর্থন তুলে নিলে কেজরির সরকার ভাঙতে বাধ্য৷ যদিও এদিন অকালি দলের তরফে বলা হয়, দিল্লি সরকার ফেলা কাম্য নয়৷ আইনমন্ত্রী সোমনাথ ভারতীর কাজের নিন্দা করে কেজরিওয়ালের সুখের সংসারে ভাঙন ধরিয়েছিলেন বিনোদ কুমার বিন্নি্৷

এবার আপের আরও পাঁচিএমপিকে সঙ্গে নিয়ে সরকার ফেলার হুমকি দিলেন তিনি৷ অন্যদিকে রোববার আম আদমি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মধু ভাদুড়িও আপের সঙ্গে যুক্ত নন বলে ঘোষণা করেছেন৷

তিনি অভিযোগ করেন, "আম আদমি পার্টিতে নারীদের কোনও জায়গা নেই৷ ভাদুড়ির সব অভিযোগই অবশ্য নস্যাত্‍ করেছে আম আদমি পার্টি৷

৭০ জন বিধায়কের দিল্লি বিধায়সভায় সরকার গড়ার ম্যাজিক সংখ্যা ৩৬।

আপের কাছে এই মুহূর্তে মোট ৩৭ জন বিধায়কের সমর্থন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।