ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছেলে এবং ছেলের বৌ’এর হাতে খুন হলেন মা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ছেলে এবং ছেলের বৌ’এর হাতে খুন হলেন মা

আগরতলা (ত্রিপুরা) : ছেলে এবং ছেলের বৌ’এর হাতে খুন হলেন মা। নৃশংস এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনা আগরতলা শহরের প্রতাপগড় এলাকায়। মা লীলা দত্তের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে খুন করা হয়। অভিযুক্ত পুত্র বিপুল দত্ত এবং তার স্ত্রী প্রিয়া দত্তকে গ্রেপ্তার করেছে পুলিস। দেই সাথে গ্রেপ্তার হয়েছে পুত্রের শ্বশুর শিবু দেব এবং শাশুড়ি গীতা দেব।

পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই এই মহিলাকে পুড়িয়ে মারা হয়েছে বলে জানিয়েছে পুলিস। নিহত লীলা দত্তের বয়স ৫২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যারাতে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে জানিয়েছে পুলিস। রাতে হাসপাতালে তিনি মারা যান।  

পুলিস জানিয়েছে, বছর খানেক আগে বিপুল দত্তের সাথে বিয়ে হয় শিবু দেবের মেয়ে প্রিয়া দেবের। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন কারনে অশান্তি চলছিল। তাতে ইন্ধন দিচ্ছিলেন শ্বশুর শিবু দেব এবং শাশুড়ি গীতা দেব।

বৃহস্পতিবার সন্ধ্যারাতে লীলা দত্তের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার ছেলে এবং ছেলের বৌ।

ঘটনার পর এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ শ্বশুর শিবু দেবের বাড়ি আক্রমণ করে। তাকে এবং তার স্ত্রীকে মারধর করে।  

ঘটনার খবর পেয়ে ডিএসপি সেন্ট্রাল রাজেন্দ্র দত্তের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী সেখানে ছুটে যায়। ঐ চার জনকে গ্রেপ্তার করে এলাকার উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।