ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সাহারাপ্রধান সুব্রতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪
ভারতের সাহারাপ্রধান সুব্রতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: ভারতের সাহারা গ্রুপের প্রদান সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

১৯ হাজার কোটি রূপির কেলেঙ্কারি মামলায় আদালতে হাজির না হতে তার আবেদন দফা দফায় খারিজ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করল ভারতের সর্বোচ্চ আদালত।



৪ মার্চের মধ্যে সুব্রত রায়কে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছে ‍সুপ্রিম কোর্ট। আদালত বলেন, ‘আদালতের হাত অনেক বড়। গতকাল আপনি একই আবেদন করেছেন। আমরা তা প্রত্যাখ্যান করেছিলাম। আজকেও আপনি একই আবেদন করেছেন। যদি অন্য পরিচালকেরা হাজির হতে পারেন, তাহলে তিনি কেন নন?’
সুব্রতের আইনজীবী রাম জেঠমালানি আদালতকে জানান, তার (সুব্রত রায়ের) মা অসুস্থ। তিনি তার মায়ের সঙ্গে রয়েছেন।

আদালতে হাজির না হওয়ার আবেদনপত্রে সুব্রত লিখেছেন, ‘আমার মায়ের অসুস্থতা সম্পর্কে আমি যা বলেছি তা নিয়ে কোনো সংশয় থাকলে মাননীয় আদালত আমার এলাকা লক্ষ্ণৌয় কাউকে পাঠাতে পারেন। তাহলে সত্যটা জানতে পারবেন। মায়ের চেয়ে কোনো কিছুই বড় নয়। ’

সাহারার দুটি কোম্পানির লাখ লাখ বিনিয়োগকারীর ১৯ হাজার রুপি ফেরত দেওয়ার জন্য আদালতে তলফ করে সুব্রত ও সাহারার অন্য তিনি পরিচালককে। কিন্তু অন্যান্য পরিচালকেরা উপস্থিত হলেও সুব্রত বিভিন্ন অজুহাত দেখিয়ে আদালতে হাজির হননি।

দু’বছর ধরে চলা এ মামলায় অবশেষে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।

ভারতের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড জানিয়েছে, সাহারার ১৯ জারার কোটি রুপির তহবিল অবৈধভাবে গড়া হয়েছে।

২০১২ সালের আগস্টে বিনিয়োগকারীদের এসব অর্থ সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সাহারার দাবি, তারা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জে প্রায় ৫  হাজার কোটি রুপি দিয়েছে আর বাকি অর্থ তারা বিনিয়োগকারীদের ফেরত দিয়েছে।

কিন্তু বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রমাণস্বরূপ কাগজপত্রাদি সুপ্রিম কোর্ট দেখতে চাইলে তা দেখাতে পারেনি সাহারা গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।