ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দেশ সেরা পঞ্চায়েত ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
দেশ সেরা পঞ্চায়েত ত্রিপুরায়

আগরতলা (ত্রিপুরা): নারী পরিচালিত পঞ্চায়েত হিসাবে দেশের প্রথম দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্থান করে নিয়েছে ত্রিপুরার পূর্ব কালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত।

এই পঞ্চায়েতটি রাজ্যের দক্ষিণে অবস্থিত সাব্রুম মহকুমায় অবস্থিত।

দেশের সেরা দশ পঞ্চায়েতের মধ্যে স্থান করে নিতে পেরে আনন্দিত গ্রামের নারী-পুরুষও।

দেশে বর্তমানে গ্রামের সংখ্যা প্রায় সাড়ে ৬লাখ। এর মধ্যে ত্রিপুরায় রয়েছে প্রায় এক হাজার গ্রাম। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক দেশের মহিলা পরিচালিত গ্রামগুলোর মধ্যে প্রথম ১০টিকে সেরা হিসাবে ঘোষণা করেছে।

এরমধ্যে প্রথম দশে স্থান করে নিয়েছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় পূর্ব কালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত। গ্রামের প্রধান হচ্ছেন রমা অধিকারী।

২০০৯ সালে গ্রামের মানুষের ভোটে তিনি পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন। স্নাতক এই মহিলা নিজের পরিবার সামলানোর পাশাপাশি দেখভাল করছেন গোটা গ্রাম।

পঞ্চায়েত অফিসে বসে গোটা গ্রামের কাজকর্মের যেমন খোঁজ-খবর নেন তেমনি মাঠে ঘাটে গিয়ে সরেজমিনে উন্নয়নমূলক কর্মকাণ্ডও তদারকি করেন দুই সন্তানের জননী রমা।

বললেন, গ্রামের সার্বিক উন্নয়নের কাজ দেখার পাশাপাশি মহিলাদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষায় গুরুত্ব এবং পরিবারের নিজেদের মধ্যে হিংসা রোধ করতে কাজ করে যাচ্ছি আমরা।  

পঞ্চায়েতের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে রমা অধিকারী জানান, ভারত সরকার তার গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে বেছে নিয়েছে। কেন্দ্রের একটি পরির্দশক দল এসে গ্রামের কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করে এ সম্মান দিয়েছে।

পূর্ব কালাবাড়িয়া পঞ্চায়েতের সচিব মলয় নন্দী বাংলানিউজকে জানান, তারা স্বচ্ছতার মাধ্যমে সব কাজ করার চেষ্টা করেন।

গ্রামের একটি সহায়ক দলের সদস্য লক্ষ্মী মজুমদার বলেন, পঞ্চায়েত আমাদের সার্বিক সহযোগিতা করছে। তাই আমরা সমাজে মাথা উচু করে বাঁচতে পারছি।

তিনি বলেন, নারীরা কোনো জায়গাতেই আজ পিছিয়ে নেই। তারা নিজেদের যোগ্যতাতেই অর্ধেক আকাশের দাবি করছে। ত্রিপুরার পূর্ব কালাবাড়িয়া পঞ্চায়েত এরই দৃষ্টান্ত।

বাংলাদেশ সময়: ১৬২১ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।