ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার ঘোষণায় ত্রিপুরা মন্ত্রীসভায় সন্তোষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার ঘোষণায় ত্রিপুরা মন্ত্রীসভায় সন্তোষ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজ্যের মন্ত্রীসভা।

প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এই ঘোষণাতে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে।



সম্প্রতি মায়ানমারে বিমস্টেকের বৈঠকে ভারত এবং বাংলাদেশের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। সেখানে মনমোহন সিং শেখ হাসিনাকে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দেন। মনমোহন সিং এর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ত্রিপুরার মন্ত্রীসভা।

রাজ্য মন্ত্রীসভার পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেছেন, ভারতের পক্ষ থেকে এটা শুভ উদ্যোগ। এতে বাংলাদেশ যেমন উপকৃত হবে তেমনি ত্রিপুরাও এর সুফল পাবে। তিনি শীঘ্রই এই উদ্যোগকে বাস্তবায়ন করার দাবি জানান।

বাংলাদেশ দীর্ঘ দিন ধরে ত্রিপুরা থেকে বিদ্যুৎ কেনার কথা জানিয়ে আসছিল। ত্রিপুরা সরকারও বাংলাদেশের এই বিষয়টির প্রতি সমর্থন জানিয়েছে বারবার।

কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত না পাওয়ায় বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি বাস্তবায়িত হয়নি।

শেষ পর্যন্ত মনমোহন সিং জানালেন ভারত বাংলাদেশের কাছে ত্রিপুরা থেকে বিদ্যুৎ বিক্রি করবে। বর্তমানে ত্রিপুরায় বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে। ফলে সহজেই ত্রিপুরা থেকে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ২৩৪৮ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।