ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সরকারি উদ্যোগে নারী দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
কলকাতায় সরকারি উদ্যোগে নারী দিবস

কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার দক্ষিণ কলকাতার দক্ষিণাপন মুক্তমঞ্চে ছিল এ আয়োজন।



এতে সাবেক বিচারপতি কল্পনা দে আন্তর্জাতিক নারী দিবসের ইতিকথা স্মরণ করিয়ে বলেন, আজও মহিলাদের নিরাপত্তা, মহিলাদের অধিকার প্রতিদিন ভূলুণ্ঠিত হচ্ছে। এর বিরুদ্ধে বড় আন্দোলন দরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু ও নারীকল্যাণ মন্ত্রী ড. শশী পাঞ্জা এবং সমাজ কল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র।

এভারেস্ট জয়ী পর্বত আরোহী ছন্দা গায়ন তার এভারেস্ট জয়ের অভিজ্ঞতার কথা বলেন।

অন্যান্যদের মধ্যে এতে আরও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক দুর্গা খৈতান, কলকাতার ফুটবল মাঠের ফিফা স্বীকৃত মহিলা রেফারি কণিকা বর্মণ, পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ, নারী উন্নয়ন ও সমাজকল্যাণ সচিব রেশমী সেন।

দিনব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীদের তৈরি বিভিন্ন জিনিষ-পত্র অনুষ্ঠান উপলক্ষে প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।