ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার আগরতলায় চলন্ত গাড়িতে গণধর্ষণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪
এবার আগরতলায় চলন্ত গাড়িতে গণধর্ষণ

আগরতলা (ত্রিপুরা): এবার চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হলেন ৩৭ বছরের এক মহিলা। ঘটনা ত্রিপুরার দারচই এলাকায়।

কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার রাতে ৩৭ বছরের সেই আক্রান্ত মহিলা কুমারঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

তাতে তিনি উল্লেখ করেছেন, কাঞ্চনছড়া থেকে কুমারঘাট যাবার জন্য তিনি একটি ন্যানো গাড়িতে ওঠেন। গাড়ির মধ্যে চালক রাজীব সিং এবং টি এস আর ১৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান মংমুড়ই লুসাই তাকে ধর্ষণ করে। তার সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই কুমারঘাট থানার পুলিশ গ্রেফতার করে টি এস আর জওয়ানকে।

মঙ্গলবার এলাকায় গেছেন ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তারা পুরো ঘটনার তদন্ত করছেন।

ভারতের বিভিন্ন স্থানে চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা থামছেই না। যার মধ্যে অন্যতম হল ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে তরুণী গণধর্ষণের ঘটনা। এবার ত্রিপুরাতেই ঘটল সেই একই ঘটনা। তবে এবারের ঘটনার সঙ্গে নিরাপত্তাকর্মীর নামও আছে। অভিযুক্তদের মধ্যে একজন জওয়ান এবং অন্যজন গাড়ির চালক।

রাজ্যে ক্রমাগত বাড়ছে নারী নির্যাতন এবং নারী ধর্ষণের ঘটনা। গত তিন বছরে ত্রিপুরায় ৬৮২ জন ধর্ষিতা হয়েছেন। এর মধ্যে ১১৯ জন শিশু। রাজ্যে নারী নির্যাতনের এমন ভয়াবহ চিত্রই ফুটে উঠেছে চলতি বিধানসভার অধিবেশনে। ২০১১, ২০১২ এবং ২০১৩ সালে রাজ্যে শারীরিক নির্যাতনের হয়েছেন ৬৮২ জন। এরমধ্যে নারী ৫৬৩ জন এবং শিশু ১১৯ জন।

২০১১ সালে রাজ্যে ১৭৫ জন নারী ধর্ষিতা হয়েছেন, ২০১২ সালে হয়েছেন ২০৪ জন এবং ২০১৩ সালে ধর্ষিতা হয়েছেন ১৮৪ জন নারী। ২০১১ সালে ধর্ষিতা হয়েছেন ৪৩ শিশু, ২০১২ সালে এই ধরনের ঘটনার শিকার হয়েছে ২৭ শিশু এবং ২০১৩ সালে আক্রান্ত হয়েছে ৪৯ শিশু।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।