ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা প্রেসক্লাবের ওয়েব সাইট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
কলকাতা প্রেসক্লাবের ওয়েব সাইট উদ্বোধন

কলকাতাঃ কলকাতা প্রেসক্লাবের ওয়েবসাইট www.pressclubkolkata.com–এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।



এ সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, প্রযুক্তি হচ্ছে এমন একটি ধারনা যা প্রতিদিন বদল হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ওয়েবসাইটের ফলে সাংবাদিক মহলের খুবই উপকার হবে। তিনি আশা প্রকাশ করেন, লোকসভা নির্বাচনের আগে এই ওয়েবসাইট সাংবাদিকদের কাজের সুবিধা করে দেবে।

তিনি এই উদ্যোগের জন্য কলকাতা প্রেসক্লাবের কর্ম সমিতিকে অভিনন্দন জানান।

এছাড়াও এ অনুষ্ঠানে কলকাতা প্রেসক্লাবের সভাপতি সুদীপ্ত সেনগুপ্ত ও অনিন্দ্য সেনগুপ্তসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৯০৩ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।