ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বসন্ত উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
কলকাতায় বসন্ত উৎসব

কলকাতাঃ ভারতের পর্যটন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর, কলকাতা যাদুঘর, ন্যাশনাল চেম্বার অফ কমার্স এবং পর্যটন পরিসেবা প্রদানকারী সংগঠনের উদ্যোগে কলকাতায় বসন্ত ও হোলি উৎসবের উদ্বোধন করা হল।

কলকাতার জাতীয় যাদুঘরে আয়োজিত ‘বসন্ত উৎসব-২০১৪’ শিরনামে এই উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের পর্যটনের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা।



উৎসবে উপস্থিত অতিথিদের অভিনন্দন বার্তা পাঠান পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে. আর নারায়ণন। এ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে একে অন্যের মুখে রঙ লাগিয়ে হোলি উৎসবেরও সূচনা করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।