ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচনে ব্যয় ৩০ হাজার কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
লোকসভা নির্বাচনে ব্যয় ৩০ হাজার কোটি রুপি

ঢাকা: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ৩০ হাজার কোটি রুপি নির্বাচনী ব্যয় নির্ধারণ করা হয়েছে। বিপুল পরিমাণ এ অর্থ সরকার, রাজনৈতিক দল এবং প্রার্থীরা ব্যয় করবে।



টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন।

এর আগে ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে আড়াই হাজার কোটি রুপি এবং ২০০৪ সালের নির্বাচনে ১০ হাজার কোটি রুপি ব্যয় করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পর এটিই সবচেয়ে বেশি নির্বাচনী বাজেট। যুক্তরাষ্ট্র ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৭ বিলিয়ন ডলার বা ৪২ হাজার কোটি রুপি খরচ করেছিল।

৫৪৩ আসন বিশিষ্ট লোকসভা নির্বাচন সম্পর্কে নির্বাচন ব্যয় সংক্রান্ত ভারতীয় প্রতিষ্ঠান সেন্টার ফর মিডিয়া স্টাডিজ জানায়, রাজনীতিতে কোটিপতি, কর্পোরেট এবং কন্ট্রাক্টর বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে।

বিভিন্ন ভারতীয় সংগঠন নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের সমালোচনা করেছে। তারা নির্বাচনে কালো টাকা প্রবেশের আশঙ্কা করছেন।

আগামী ৭ এপ্রিল থেকে একমাসেরও বেশি সময় ধরে, নয় দফায় লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে।

ভোটগ্রহণ শুরু হবে সাত এপ্রিল থেকে, শেষ দফার ভোট নেওয়া হবে ১২ই মে। ভোট গণনা হবে ১৬ মে পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পৎ জানিয়েছেন ৮১ কোটি ৪০ লক্ষ ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। নয় লক্ষ ৩০ হাজার ভোটকেন্দ্র তৈরি হবে।

এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতের জনগণ রায় দেবে, আগামীতেও নেহেরু-গান্ধী পরিবারের নেতৃত্বাধীন বর্তমান কংগ্রেস সরকার ক্ষমতায় থাকবে, না নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় ফিরবে।

বাংলাদেশ সময়: ১৮২৫র ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।