ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বুধবার মনোনয়নপত্র জমা দেবে ৩টি দল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
আগরতলায় বুধবার মনোনয়নপত্র জমা দেবে ৩টি দল

আগরতলা (ত্রিপুরা): লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করবে তিনটি রাজনৈতিক দল। যেকারণে বুধবার রাজধানীতে সকাল থেকেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।



মঙ্গলবার সকালে পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। বুধবার এ আসনের জন্য মনোনয়ন দাখিল করতে যাচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস।

এদিন সকাল ১১টা থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ারর প্রক্রিয়া। এর জন্য প্রতিটি রাজনৈতিক দলই শহরে মিছিল করার অনুমতি চেয়েছে পুলিশ এবং মহকুমা প্রশাসনের কাছে।

সকাল ১১টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসবে বলে ধারণা করা হচ্ছে। ফলে, সবকটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাই আজ একসঙ্গে মাঠে নামবে। যেকারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।