ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূপালে আডবাণী, ভদোদরায় মোদি, রাজস্থানে আজহার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
ভূপালে আডবাণী,  ভদোদরায় মোদি, রাজস্থানে আজহার

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচন এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হবে। ৭  এপ্রিল থেকে শুরু হয়ে শেষ মে মাসের ১২ তারিখে।



এদিকে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর কেন্দ্র নিয়ে জটিলতা অব্যাহত। ভূপাল থেকে লড়তে চান প্রবীণ এই বিজেপি নেতা। কিন্তু গান্ধীনগর থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি।

ভূপাল থেকে লড়তে অনড় লালকৃষ্ণ আডবাণী। বৃহস্পতিবার সকালে আডবাণীর মান ভাঙাতে তাঁর বাড়িতে যান নরেন্দ্র মোদী। বুধবার থেকেই প্রবীণ এই শীর্ষনেতাকে বোঝাতে আসরে নেমেছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজরা।    বৃহস্পতিবার মাঠে নামলেন মোদী।

শুধু উত্তরপ্রদেশের বারাণসী নয়, একইসঙ্গে গুজরাটের ভদোদরা থেকেও এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দুটি আসন থেকে লড়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের প্রশ্ন, সারা দেশে যদি মোদীঝড় শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে জয় নিশ্চিত করতে কেন দুটি আসন থেকে লড়তে হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রীকে। যেখানে বারাণসী বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত।

বিজেপি শিবির অবশ্য মোদীর জয় নিয়ে সন্দেহের কথা মানতে নারাজ। তাদের দাবি-  গুজরাটের দলীয় কর্মী-সমর্থকদের কথা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়তে চেয়ে হাইকমান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং। দল অবশ্য এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে প্রার্থী ঠিক করতে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি।

এদিকে, বারানসী কেন্দ্রে মোদীর বিরুদ্ধে কংগ্রেস কাকে দাঁড় করাবে তা নিয়ে জোর জল্পনা চলছে। কমনওয়লেথ গেমস দুর্নীতিতে অভিযুক্ত সুরেশ কালমাদিকে লোকসভা ভোটে প্রার্থী করল না কংগ্রেস। এরআগে আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় প্রার্থীপদ ঘোষণা করে কংগ্রেস।

সিন্ধান্ত বদল করে আজহারউদ্দিন কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাজস্থান থেকে। এরআগে জানানো হয়েছিল তিনি পশ্চিমবঙ্গ থেকে লড়ছেন। রাজস্থানের সোয়াই মাধেপুর কেন্দ্র থেকে লড়বেন প্রাক্তন এই ভারত অধিনায়ক।

দার্জিলিং কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন সুজয় ঘটক। দিল্লির চাঁদনি চকে প্রার্থী কপিল সিব্বল।

কেন্দ্রীয় মন্ত্রী সিপি যোশি লড়ছেন ছত্তিশগড়ের মহাসমুন্দ থেকে। আজমির থেকে লড়বেন সচিন পাইলট। অজয় মাকেন লড়বেন নতুন দিল্লি কেন্দ্র থেকে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।