ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অধ্যাপকের হাতে প্রহৃত আরেক অধ্যাপক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
অধ্যাপকের হাতে প্রহৃত আরেক অধ্যাপক

আগরতলা (ত্রিপুরা): কলঙ্কজনক ঘটনা ঘটলো আগরতলা এনআইটি’তে। এনআইটি’র ডিরেক্টর অধ্যাপক এস সি সাহার হাতে মার খেলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রবীন অধ্যাপক বিদ্যুৎ ভট্টাচার্য।

এ নিয়ে জিরানীয়া থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় রাজ্যের শিক্ষা মহলে ছি:ছি: পড়ে গেছে।

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এনআইটি আগরতলার। একের পর এক বিতর্ক দানা বাঁধছে রাজ্যের এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে। গত কয়েক বছর এই শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন অধ্যাপক পি কে বসু। তখন এই প্রতিষ্ঠানটি নিয়ে একের পর এক অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ডিরেক্টর বদল হন। নতুন ডিরেক্টর হিসাবে এখানে কাজে যোগ দেন অধ্যাপক এস সি সাহা।

তাকে নিয়ে এবার নতুন অভিযোগ উঠল। এবার অভিযোগ অধ্যাপক এস সি সাহা নিজের চেম্বারে তার অধস্তন এক অধ্যাপককে চড় মেরেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে শোরগোল পড়ে গিয়েছে এনআইটি’তে।

শিক্ষক শিক্ষিকারা এ ঘটনায় অপমানিত বোধ করছেন। হেনস্থার শিকার অধ্যাপক বিদ্যুৎ ভট্টাচার্য জিরানীয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাইছে না জিরানীয়া থানা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।