ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ভোট প্রচারে সিলিন্ডার ব্যবহার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
ভারতে ভোট প্রচারে সিলিন্ডার ব্যবহার ফাইল ফটো

ঢাকা: ভারতে এবার ভোট প্রচারে ব্যবহার করা হল গ্যাস সিলিন্ডার। ভারতের নির্বাচন কমিশন ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আসার আহবান জানিয়েছে।

অবশ্য এর আগে ভোটারদের নানাভাবে সচেতন করেছে নির্বাচন কমিশন।

কিন্তু এবারই অভিনব উদ্যোগ হেঁসেল ঘিরে। অর্থাৎ নিখুতভাবে বাড়িতে বাড়িতে কমিশনের এই বার্তা পৌছে যাবে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে।

গ্রাহকরা সিলিন্ডারের উপর সাঁটানো কমিশনের এই বার্তা পাবেন । প্রথম দফায় নির্বাচনের জন্য ইতোমধ্যেই এই স্লিপ দেওয়া গ্যাস সিলিন্ডার পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বেশ কিছু গ্রাহকের বাড়িতে।

এদিকে নির্বাচনের পরে কি কংগ্রেসে যোগ দিতে পারেন সিপিআইএমের বহিষ্কৃত নেতা রেজ্জাক মোল্লা? এনিয়ে ব্যাপক জল্পনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। জয়নগর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অর্ণব রায় রেজ্জাক মোল্লার সঙ্গে দেখা করতে যান রোববার।

পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, নির্বাচনে সমর্থন চেয়েই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নির্বাচনের পর তিনি রেজ্জাক মোল্লাকে কংগ্রেস যোগ দেওয়ার আমন্ত্রণও জানাবেন। এর প্রতিক্রিয়ায় রেজ্জাক মোল্লা বলেন, নির্বাচনের পর প্রস্তাব এলে তিনি ভেবে দেখবেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।