ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় তাপ প্রবাহ, এগিয়ে নিয়ে আসা হল গরমের ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
কলকাতায় তাপ প্রবাহ, এগিয়ে নিয়ে আসা হল গরমের ছুটি ছবি: সংগৃহীত

কলকাতা: বৈশাখী দহনে হাঁসফাঁস করছে কলকাতা। বৃহস্পতিবার তাপমাত্রা ছাড়ালো ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।

স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আরও ৪৮ ঘণ্টা বজায় থাকবে এই তাপ প্রবাহ।

বেলা বেড়ার সঙ্গে সঙ্গে বইছে গরম হাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। বৃহস্পতিবার বাতাসে আর্দ্রতার পরিমাণ ২০ শতাংশ।

চিকিৎসকরা জানাচ্ছেন আর্দ্রতা কম থাকায় ঘাম কম হচ্ছে ফলে বাড়ছে “সান স্ট্রোক” এর সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বিদ্যালয় গুলোকে গরমের ছুটি এগিয়ে আনার জন্য নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই সমস্ত বিদ্যালয়কে সকালে পঠন পাঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের সাথে সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোকেও। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২৪,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।