ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফুটবলে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন ক্রিকেট ‘মহারাজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ৭, ২০১৪
ফুটবলে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন ক্রিকেট ‘মহারাজ’

কলকাতা: অ্যাটলি ডি কলকাতা নামে একটি ফুটবল দল দিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবল জগতে পা রাখলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

বুধবার কলকাতায় উদ্ভোধন করা হয় ইন্ডিয়ান সুপার লিগের।

এই লিগে কলকাতা তথা সৌরভ গাঙ্গুলির ফুটবল দল অ্যাটলি ডি কলকাতা।

নিজের এই দলের উদ্বোধন করে সৌরভ গাঙ্গুলি বলেন, এই প্রতিযোগিতা আগামী দিনে ভারতের ফুটবলের বিকাশে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে আমি মাঠে এসে খেলা দেখার আহ্বান জানাচ্ছি।

এই ফুটবল প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন শহরের নামে আটটি দল অংশগ্রহণ করবে।

শুধু সৌরভ গাঙ্গুলি নয় শচীন টেন্ডুলকারও কোচি দলের ফ্রাঞ্চাইজির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

জানা গেছে, ক্রিকেট আইপিএল ধাঁচে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ০৭ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।