ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শাহরুখকে মাছভাজা খাওয়ালেন ‘মমতাদি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ২৯, ২০১৪
শাহরুখকে মাছভাজা খাওয়ালেন ‘মমতাদি’

ঢাকা: ইডেনে কিংস ইলেভেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার করে সদলবল ‘দিদি’ মমতা ব্যানার্জির কলকাতার ৩০/বি হরিষ চ্যাটার্জি রোডের বাড়িতে গিয়ে হাজির শাহরুখ খান।

শাহরুখকে বরণ করতে বাড়ির দুয়ারে নিজেই হাজির মুখ্যমন্ত্রী।

পরম শ্রদ্ধায় এক ফাঁকে ‘দিদি’র পা ছুঁয়ে আশীর্বাদও নিয়ে নিলেন বলিউড বাদশাহ।

শাহরুখ ও তার দলবলকে এ সময় মিষ্টিমুখের পাশাপাশি ‘দিদি’ খাওয়ান মাছভাজাও। টুইটারে সেই মাছভাজা খাওয়ার ছবি নিজেই আপলোড করেছেন কিং খান।

আইপিলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের একের পর জয়ে বর্তমানে উন্মাদনা চলছে স্যোশাল মিডিয়ায়।

এদিকে দিদির বাড়ি ঘুরে শাহরুখ টুইট করেছেন, ‘আমার প্রিয় কেকেআর, কী অসাধারণ ছিলো তারা গত রাতে....মমতাদির সঙ্গে মাছভাজা’।



শাহরুখ বাড়িতে আসায় বেজায় খুশি ‘দিদিও’। ফেসবুকে লিখেছেন ‘ম্যাচের পর শাহরুখ আমার বাড়িতে এসেছিলো। খুবই চমৎকার মুহূর্ত ছিলো। আমার শুভ কামনা শাহরুখ ও তার পরিবারের সদস্যদের প্রতি। ’

এ সময় প্রায় ২৫ মিনিট মমতার বাড়িতে অতিবাহিত করেন শাহরুখ।

বুধবার আইপিএলের ফাইনালে ওঠার পথে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে পরাজিত করে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ২৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।