ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

একদিনের কালবৈশাখীতে ভারতে ৪৫ জনের প্রাণহানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, জুন ১, ২০১৪
একদিনের কালবৈশাখীতে ভারতে ৪৫ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

কলকাতা: ভারতে শনিবারের কালবৈশাখী জনিত ঝড় এবং বৃষ্টিতে কমপক্ষে ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। যা অতীতের যেকোনো নজিরকে পেছনে ফেলেছে।

এর মধ্যে পশ্চিমবঙ্গেই ১০ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নিহতদের মধ্য বেশিরভাগ-ই বজ্রপাতে মারা গেছেন। বিদ্যুৎস্পৃষ্ট এবং দেয়াল ধসের ঘটনাও ঘটেছে। এরমধ্যে উত্তর প্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে।

ভারতের রাজধানী দিল্লিতে বাড়ির দেয়াল ধসে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে শনিবারের পর থেকে মুষল ধারে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে।

ভারতের বাকি অংশে ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা নিচে নামলেও তাপপ্রবাহ থেকে মুক্তি পায়নি পাঞ্জাব এবং হরিয়ানা।

শনিবার সেখানে সর্বোচ্চ ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ০১ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।