ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের স্পিকার হচ্ছেন সুমিত্রা মহাজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুন ৫, ২০১৪
ভারতের স্পিকার হচ্ছেন সুমিত্রা মহাজন সুমিত্রা মহাজন

ঢাকা: প্রবীণ বিজেপি নেতা সুমিত্রা মহাজনই (৭২) ভারতের ষোড়শ লোকসভার স্পিকার হচ্ছেন।

বিজেপির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় একটি গণমাধ্যম।



শুক্রবারই সংসদ অধিবেশনে এ পদে নির্বাচন হবে।

সংসদে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নির্বাচিত হলে পঞ্চদশ লোকসভার স্পিকার মীরা কুমারীর স্থলাভিষিক্ত হবেন মধ্যপ্রদেশের এই নেত্রী।

তিনি এ পর্যন্ত আটবার ভারতের লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন।

সাদামাটা একজন আইনজীবী হিসেবে স্বামী জয়ন্ত মহাজনের সঙ্গে পেশাজীবন শুরু করেন সুমিত্রা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।