ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদিকে ‘অপদার্থ’ বলে লোকসভায় নিন্দিত তৃণমূল সাংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
মোদিকে ‘অপদার্থ’ বলে লোকসভায় নিন্দিত তৃণমূল সাংসদ

কলকাতা: নরেন্দ্র মোদীকে ভারতের সবচে ‘অপদার্থ’ প্রধানমন্ত্রী বলায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে বিজেপি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিজেপি সংসদ সদস্য ও লোকসভা বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যকে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন।



যদিও পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অনুরোধ মানতে অস্বীকার করেন। তিনি জানান, এটি তার রাজনৈতিক বক্তব্য।

পশ্চিমবঙ্গের একটি জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

বিজেপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে লোকসভায় এই বক্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হবে।

একই জনসভায় কল্যাণ বন্দোপাধ্যায় ভারতের প্রখ্যাত কংগ্রেস নেতা লাল বাহাদুর শাস্ত্রীর নাতি ও বিজেপি’র পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা সিদ্ধার্থ নাথ সিং এর সমালোচনা করে বলেন, তার নাতির বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা করতে পারলে সম্ভবত বিবাহই করতেন না লাল বাহাদুর শাস্ত্রী।

এই দুই মন্তব্য নিয়েই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ৯ ডিসেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।