কলকাতা: কলকাতার দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পাশে ব্যাগে রাখা বোমার বিস্ফোরণে সফিক এবং শাহরুখ নামে দুই শিশু আহত হয়েছে।
শনিবার স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দমদম স্টেশনের ২নং প্লাটফর্মের পাশে খেলা করছিল দুই শিশু। এ সময় তারা রেললাইনের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। পরে ব্যাগটি কুড়িয়ে ভেতরে একটি টিফিন বক্স দেখতে পায়। বক্সটি খোলার চেষ্টা করলে হঠাৎ করে তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয় দুই শিশু।
পরে তাদের কলকাতার আর জি কার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান রেলওয়ে পুলিশের সুপারিনটেন্ডেন্ট দেবাশিস বেগ।
তিনি আরো জানান, ওই ব্যাগের ভেতরে আরো দুটি বোমা ছিল। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী এবটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।
এদিকে, এ ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
অন্যদিকে, ঘটনাস্থল ২নং গেটের বাইরে থাকা একটি ময়লার স্তুপে নিরাপত্তারক্ষীরা তিনটি বোমা দেখতে পায়।
এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী দল আরো চারটি বোমার সন্ধান পেয়ে সঙ্গে সঙ্গেই সেগুলো নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫