ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুকুল রায়ের নাম বলেন সারদা কর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মুকুল রায়ের নাম বলেন সারদা কর্তা

কলকাতা: চলতি সপ্তাহের মধ্যেই হাজিরা দিতে হবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সংসদ সদস্য মুকুল রায়কে।

সোমবার (১২ জানুয়ারি) ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আই সূত্রে এ তথ্য জানায়।



এরইমধ্যে মুকুল রায়কে ই-মেইল এবং তার দিল্লি বাসভবনের ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে।

সি বি আই সূত্র জানায়, এরই মধ্যে নোটিস বিষয়ে সি বি আই এর পক্ষ থেকে একজন তদন্তকারী কর্মকর্তা ফোনে মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন।

এদিকে মুকুল রায় সংবাদমাধ্যমকে জানান, সিবিআইয়ের পক্ষ থেকে তিনি কোনো নোটিস পাননি। তবে তদন্তের স্বার্থে সিবি আই তলব করলে তিনি সহযোগিতা করবেন তাদের।

সূত্র জানায়, সারদা কর্তা সুদীপ্ত সেন,সাবেক পুলিশ প্রধান রজত মজুমদার, সুদীপ্ত সেনের গাড়ির চালকসহ বেশ কয়েকজন জেরার মুখে মুকুল রায়ের নাম দিয়েছেন সি বি আই-কে।

মুঠোফোনের ‘কল লিস্ট’ থেকেও সারদা কর্তার সঙ্গে মুকুলের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।