ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ট্রাফিক পুলিশকে মারার অভিযোগ তৃণমূল কংগ্রেস এমপির বিরুদ্ধে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ট্রাফিক পুলিশকে মারার অভিযোগ তৃণমূল কংগ্রেস এমপির বিরুদ্ধে প্রসূন বন্দ্যোপাধ্যায়

কলকাতা: কলকাতার রাস্তায় কর্মরত এক ট্রাফিক পুলিশকে চড় মারার অভিযোগ উঠলো ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

ট্রাফিক আইন ভাঙায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যের গাড়ি আটকানোর পরেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।



বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।

সূত্রের খবর, ভিআইপি রোড ধরে বাগুইহাটি থেকে উল্টোডাঙার দিকে আসছিলেন তৃণমূল সংসদ সদস্য প্রসূন বন্দ্যোপাধ্যায়। লেকটাউন ব্রিজের কাছে ডান দিকে না যাওয়ার নির্দেশিত বোর্ড লাগানো থাকলেও তার গাড়ি ডান দিকে ঢুকে যায়।

সঙ্গে সঙ্গেই তার গাড়ি থামায় একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা। অভিযোগ, সেই সময় গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে চড় মারেন প্রসূন।

যদিও এই চড় মারার ঘটনা স্বীকার করেননি তৃণমূল সংসদ সদস্য প্রসূন বন্দ্যোপাধ্যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।