ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

গঙ্গায় বসছে ভাসমান বইমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
গঙ্গায় বসছে ভাসমান বইমেলা সংগৃহীত

কলকাতা: ভিন্ন আমেজে এবার গঙ্গা নদীতে ভাসমান বইমেলার আয়োজন করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ গ্রন্থাগার পরিষেবা দফতর। আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শুরু হবে এ মেলা।



দফতরের পক্ষ থেকে জানানো হয়, গঙ্গার বিভিন্ন ঘাটে ময়ূরপঙ্খী নৌকায় এ বইমেলার আয়োজন করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে নদীর বুকে বই মেলার আয়োজন করা হলেও ভারতে কোনো নদীর বুকে এই প্রথম বইমেলার আয়োজন করা হচ্ছে।

হাওড়া স্টেশন সংলগ্ন গঙ্গা ঘাটে এ বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ রায়, হায়দার আজিজ সাফি ও রাজীব বন্দ্যোপাধ্যায়।

গঙ্গার বিভিন্ন ঘাটে পাঁচদিন ধরে বইবাহী ময়ূরপঙ্খী নৌকাটি হাজির হবে উল্লেখ করে আয়োজকরা জানান, নৌকাটিতে দশ হাজারের বেশি বই থাকবে। দর্শনার্থীরা সেখান থেকে ইচ্ছে মতো বই কেনাকাটা করতে পারবেন।

নৌকাটির প্রথম তলায় থাকবে বইয়ের দোকান। দ্বিতীয় তলায় চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইতোমধ্যেই এ বইমেলা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উৎসাহীদের অনেকেই জানিয়েছেন, তাদের কাছাকাছি গঙ্গার ঘাটে বইবাহী ময়ূরপঙ্খী নৌকাটি নোঙরের অপেক্ষায় দিন গুনছেন তারা।
 
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।