ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফেসবুকে বিজেপির সমালোচনায় মমতা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, জানুয়ারি ১৬, ২০১৫
ফেসবুকে বিজেপির সমালোচনায় মমতা! মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ফেসবুকে বিজেপির সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক ফেসবুক বার্তায় বিজেপির নাম উল্লেখ না করে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে জানান, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে।

এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে বিপদজনক।

নাম উল্লেখ না করলেও এই ক্ষোভ যে বিজেপির বিরুদ্ধে তা সহজেই অনুমান করা যাচ্ছে।

একদিকে সিবিআই তদন্তে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাদের নাম প্রকাশ পাওয়া, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রবণতা। এই দুই বিষয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেছেন, একই সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে ‘বুলডোজার’ দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

মমতার এ মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।