ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে কমলো জ্বালানি তেলের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ভারতে কমলো জ্বালানি তেলের দাম ছবি: প্রতীকী

কলকাতা: বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমায় ভারতেও কমেছে তেলের দাম। লিটার প্রতি পেট্রলের দাম কমেছে ২.৪২ রুপি।

অন্যদিকে লিটার পিছু ডিজেলের দাম কমেছে ২.২৫ রুপি।

এর ফলে ভারতের প্রতিটি রাজ্যেই জ্বালানি তেলের দাম কমছে। তবে রাজ্য প্রতি তেলের উপর নেওয়া কর আলাদা হওয়ায় তেলের দামেরও পার্থক্য বজায় থাকবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১২টা থেকে লিটার প্রতি তেলের কমে যাওয়া দাম কার্যকরী হবে বলে তেল কোম্পানিগুলির তরফ থেকে জানানো হয়।

জ্বালানি তেলের দামের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর থেকেই বিশ্ব বাজারের সঙ্গে তেলের দাম ওঠা নামা করে ভারতে।

বেশ কিছুদিন ধরেই বিশ্ব জুড়ে দাম পড়ছিল জ্বালানি তেলের। ২০০৯ সাল পর্যন্ত হিসেবে সব থেকে বেশি মাত্রায় বিশ্ব বাজারে তেলের দাম পড়েছে বলেও জানা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কাই তেলের দাম পড়ার অন্যতম কারণ। তাদের মতে আগামী দিনে জ্বালানি তেলের দাম কম থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।