ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ রাজ্যপালের সঙ্গে জকি আহাদের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, জানুয়ারি ২০, ২০১৫
পশ্চিমবঙ্গ রাজ্যপালের সঙ্গে জকি আহাদের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের প্রধান জকি আহাদ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কলকাতার রাজভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এসময় রাজ্যপালকে শুভেচ্ছা জানান উপ হাইকমিশনার।

সাক্ষাৎ শেষে জকি আহাদ বাংলানিউজকে জান‍ান, রাজ্যপাল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার মাধ্যমে অবগত হয়েছেন।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল তার কাছে প্রয়াত গীতিকার গোবিন্দ হালদার সম্পর্কেও জানতে চান।

সবশেষে জকি আহাদ রাজ্যপালকে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফর নিয়ে রাজ্যপালকে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।