ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গজল-লোকসঙ্গীতের মূর্ছনায় উদ্বোধন হবে কলকাতা বইমেলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
গজল-লোকসঙ্গীতের মূর্ছনায় উদ্বোধন হবে কলকাতা বইমেলার

কলকাতা: ভারতীয় গজল এবং ওয়েলসের লোকসঙ্গীতের সুরের মূর্ছনায় মুখরিত হতে চলেছে কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ। ছয় সঙ্গীত শিল্পী যৌথভাবে মাতাবেন কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান।



গজোলো নামের একটি ব্যান্ডের গজল আর ওয়েলসের কবিতা মিশিয়ে তৈরি করবেন এক বিশেষ ধরনের সঙ্গীত। কলকাতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে দলটি।

ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা সমরজিৎ গুহ জানান, কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবে ইন্দো-ওয়েলস ব্যান্ড গজোলো। দু’দেশের সঙ্গীত এবং কবিতাকে মেলানোর এটি একটি অনবদ্য প্রচেষ্টা।

২৭ জানুয়ারি ভারতীয় সময় বিকেল ৪টায় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আয়োজকরা জানান, গত বইমেলায় ১৮ ল‍াখের বেশি মানুষ এসেছিলেন। বিক্রি হয়েছিল ২০ কোটি রুপির বই।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।