ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপিতে যোগদানের কথা অস্বীকার করলেন সৌরভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বিজেপিতে যোগদানের কথা অস্বীকার করলেন সৌরভ সৌরভ গাঙ্গুলি

কলকাতা: বিজেপিতে যোগদানের খবর অস্বীকার করলেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তিনি বাংলানিউজকে বিজেপিতে যোগদানের বিষয়টি অস্বীকার করেন।



এর আগে গোটা কলাকাতা জুড়ে সৌরভ বিজেপিতে যোগদান করেছেন এ ধরনের খবর প্রচার হতে থাকে।

সৌরভ গাঙ্গুলি বলেন, বিজেপি’র তরফে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এর আগেও একাধিকবার সাবেক ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়কের রাজনীতিতে আসার কথা শোনা গিয়েছিল। প্রতিবারেই রাজনীতিতে না আসার কথা জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।