কলকাতা: কলকাতা বইমেলায় আগামী ২৯ জানুয়ারি পালিত হবে ‘বাংলাদেশ দিবস’।
এ উপলক্ষে ওই দিন কলকাতা বইমেলার এসবিআই মিলনায়তনে ‘বাংলাদেশের কথাসাহিত্যে কৈবর্ত জীবন সংগ্রাম’ শিরোনামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামিরিটাস ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রঞ্জিত কুমার বিশ্বাস এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহম্মদ আলি খান উপস্থিত থাকবেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. হরিশঙ্কর জলদাস।
বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান কলকাতা বইমেলায় অংশ নিয়েছে। ৩৯তম কলকাতা বইমেলা ২৮ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫